Home সারাদেশ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে প্রতিবাদ ফুলগাজীবাসীর

প্রধান শিক্ষিকার বিরুদ্ধে প্রতিবাদ ফুলগাজীবাসীর

by Newsroom
প্রধান শিক্ষিকার

ফেনীর ফুলগাজী উপজেলার কামাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে এলাকাবাসী ও অভিভাবকরা প্রতিবাদ সভা করেছে। ৪ ডিসেম্বর শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে তারা ব্যবস্থাপনা কমিটি গঠন, স্কুলের উন্নয়নমুলক কাজে দূর্নীতি ও জাতীয় দিবস পালন না করাসহ বিভিন্ন অভিযোগে এ কর্মসূচি পালন করে।

নজরুল ইসলাম প্রকাশ নাজু মজুমদারের সভাপতিত্বে এতে স্কুলের অবঃ শিক্ষক আহসান উল্লাহ মজুমদার, সরকারি খাদ্য কর্মকর্তা হুমায়ুন পাটোয়ারি, স্থানীয় ইউপি সদস্য বদিউজ্জামান, আওয়ামীলীগ নেতা এমরান, মুক্তিযোদ্ধা সন্তান আনোয়ার হোসেন স্বপন প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা প্রধান শিক্ষিকার বদলির দাবি জানিয়ে বলেন, বিগত দিনে জাতীয় দিবসের কোন কর্মসূচি বিদ্যালয়ে পালন করা হয়নি। তার স্বামী জামায়াত সমর্থিত। তার স্বামীকে সভাপতি করাসহ নিকট আত্মীয়দের কমিটির বিভিন্ন পড়ে বসিয়ে বিদ্যালয়কে জামায়াতী প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে।

তারা আরও বলেন, পঞ্চম শ্রেণি পাশ করার পর সনদ নিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০-১০০০ টাকা জোরপূর্বক আদায় করেন তিনি। স্কুলে ঠিকমতো পাঠদান না করিয়ে শিক্ষার্থীদের দিয়ে ব্যক্তিগত কাজ করান। তদন্ত সাপেক্ষে স্কুল খোলার সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষিকাকে বদলি করতে উপজেলা শিক্ষা কর্মকর্তার প্রতি অনুরোধ জানান বক্তারা।

এসব বিষয়ে প্রধান শিক্ষিকা দেলোয়ারা বেগম বলেন, অভিভাবক নির্বাচনের তফসিল অনুযায়ী নির্বাচন করা হয়েছে। কমিটি গঠনে নিজের স্বামীকে বিএ পাশ উল্লেখ করে তিনি বলেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশ অনুযায়ী কমিটির বিষয়ে পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অন্যান্য অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কৌশলে এড়িয়ে যান।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা ফেরদৌসি বলেন, এ বিষয় জানতে পেরে প্রধান শিক্ষিকাকে অভিভাবকদের সঙ্গে বৈঠক করে কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়েছে।

আরও পড়ুন : চলতি মাসে প্রাথমিক বিদ্যালয় খোলার ‘চিন্তাভাবনা’

ভয়েস টিভি/এমএইচ

You may also like