Home সারাদেশ আদালতকে উপেক্ষা করে প্রবাসীর জায়গায় ভবন নির্মাণের অভিযোগ

আদালতকে উপেক্ষা করে প্রবাসীর জায়গায় ভবন নির্মাণের অভিযোগ

by Newsroom
প্রবাসীর

শেরপুরে সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে আব্দুর রউফের বিরুদ্ধে আদালতের আদেশ উপেক্ষা করে লন্ডন প্রবাসীর জায়গা দখল করে ভবন নির্মাণে অভিযোগ পাওয়া গেছে। ১৪ জানুয়ারি দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

লিখিত বক্তব্যে লন্ডন প্রবাসী সাবেরা ইকরাম সাবুর বাবা অ্যাড. একিউএম ইকরামূল হক জানান, শেরপুর পৌরসভাস্থ গৃদ্দা নারায়নপুর মহল্লার লন্ডন প্রবাসী সাবেরা ইকরাম সাবুর মায়ের মৃত্যুর পর তার ভাই বোনদের সঙ্গে বণ্টনের মাধ্যমে ওয়ারিস সূত্রে ১.৫ শতক জামি পান।

আমার মেয়ে লন্ডন প্রবাসী হওয়াতে তার অনুপস্থিতি সুযোগ পেয়ে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিনের ছেলে আব্দুর রউফ দখল করে বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করেন। পরে আমি জানতে পেরে প্রতিবাদ করি। কিন্তু সেসব তোয়াক্কা না করলে মামলা দায়ের করা হয়। পরে বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধের আদেশ দেন আদালত। কিন্তু সে নিষেধাজ্ঞা অমান্য করে কাজ চলমান রাখে।

এ ব্যাপারে অভিযুক্ত আব্দুর রউফ জানান, আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভূয়া। তার মেয়ের সঙ্গে কথা হয়েছে, সে জমি বিক্রি করবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like