Home সারাদেশ সুনামগঞ্জে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

সুনামগঞ্জে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

by Newsroom

সুনামগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী অনুসন্ধান মূলক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সুনামগঞ্জ সার্কিট হাউজের হলরুমে পিআইবির উদ্যোগে এটি শুরু হয়।

প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির সাবেক প্রযোজক মো. শাহাবুদ্দিন আহমেদ, পিআইবির ডেপুটি ডিরেক্টর মো. শাহ্ আলম সৈকত ও পারভেজ আহমেদ।

এতে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, সুনামগঞ্জ রিপোর্টস ইউনিটির সভাপতি ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক ও মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, বিটিভির জেলা প্রতিনিধি আইনুল ইসলাম বাবলু, প্রেসক্লাবের সভাপতি ও মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী, এসএটিভির জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ও ডিবিসির জেলা প্রতিনিধি আমিনুল হক, কোষাধ্যক্ষ ও বাংলানিউজের জেলা প্রতিনিধি আশিকুর রহমান পীর, ক্রীড়া সম্পাদক ও দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি আল আমিন প্রমূখ।

দ্বিতীয় দিনে প্রশিক্ষণ প্রদান করবেন বাংলাভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ এবং শেষ দিনে প্রশিক্ষণ দিবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ।

আগামী ৭ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ ও সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like