Home বিনোদন শাপলা মিডিয়ার নতুন চলচ্চিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ

শাপলা মিডিয়ার নতুন চলচ্চিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ

by Newsroom
প্রসেনজিৎ

পশ্চিমবঙ্গের সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি এবার বাংলাদেশি সিনেমায় অভিনয় করবেন।  শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে ‘ব্যাংক ড্রাফট’ চলচ্চিত্রে তিনি অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ‘প্রসেনজিৎ  চ্যাটার্জি আমাদের প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় অভিনয় করবেন। তার সঙ্গে কথা চূড়ান্ত হয়েছে। সিনেমাটির গল্প রেডি। খুব শিগগির এর দৃশ্যধারণ শুরু করব। তার সঙ্গে নায়িকা হিসেবে থাকবেন সোহানা সাবা।’

এই সিনেমা নির্মাণ করবেন প্রখ্যাত পরিচালক শামীম আহমেদ রনী।

প্রসেনজিৎ চ্যাটার্জির বাংলাদেশে ব্যাপক  জনপ্রিয়তা রয়েছেন। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ২০১৬ সালে ‘শঙ্খচিল’ সিনেমায় দেখা যায় তাকে। দীর্ঘ বিরতির পর এবার দেশের প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ‘ব্যাংক ড্রাফট’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন প্রসেনজিৎ।

এর আগে প্রসেনজিতের বিপরীতে অভিনয় করেন জয়া আহসান। ওপার বাংলার সিনেমা ‘রবিবার’ তাদের একসঙ্গে দেখা যায়। এদিকে ওপার বাংলার ‘ষড়রিপু’ নামের সিনেমায় অভিনয় করেন সোহানা সাবা। ২০১৬ সালের ৩ জুন মুক্তি পায় এটি।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like