Home সারাদেশ এমপিকে প্রাণনাশের হুমকি মেয়রের

এমপিকে প্রাণনাশের হুমকি মেয়রের

by Shohag Ferdaus
মেয়রের

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দিন আহমেদ এবং তার ছেলে রাজিবকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে উঠেছে গৌরীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র সৈয়দ রফিকুল ইসলামের বিরুদ্ধে।

৩০ জানুয়ারি শনিবার এমন অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সংসদ সদস্য নিজেই। সেটি তদন্তের জন্য ৩১ জানুয়ারি রোববার আদালতের অনুমতি চেয়ে আবেদন করেছে পুলিশ।

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি থানার উপ-পরিদর্শক ও জিডির তদন্ত কর্মকর্তা নিরুপম নাগ।

সাধারণ ডায়েরিতে সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ উল্লেখ করেছেন, ৩০ জানুয়ারি বিকেল ৪টা ১৭ মিনিটে ফোন করেন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। এ সময় সংসদ সদস্যকে উদ্দেশ্য করে মেয়র বলেন, ‘আপনার কারণে আমার জীবন শেষ হয়ে গেছে। আমি আপনাকে ক্ষমা করব না। রক্তের বন্যা বইয়ে দেব।’

একইসঙ্গে এমপির ছেলে তানজির আহমেদ রাজিবকেও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। বিষয়টি উল্লেখ করে শনিবার রাতেই ময়মনসিংহ কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

তদন্ত কর্মকর্তা এসআই নিরুপম নাগ জানান, সাধারণ ডায়েরি তদন্ত করার জন্য ৩১ জানুয়ারি ময়মনসিংহ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক নম্বর আমলী আদালতে আবেদন করা হয়েছে। আদালত অনুমতি দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এ বিষয়ে সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘মুঠোফোনে হুমকি দেয়ার পর ওই দিন রাতেই কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। বর্তমানে আমি ও আমার পরিবার খুব আতঙ্কে আছি।’

তবে হুমকি দেয়ার বিষয়টি অস্বীকার করে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, এমপি সাহেব নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন। নির্বাচন অফিসে নিয়ম অনুযায়ী অভিযোগ দিলেও কোনো কাজ হয়নি। তাই, আমি তাকে ফোন করেছিলাম। কিন্তু, আমি তাকে হুমকি দেইনি।

গত ৩০ জানুয়ারি গৌরীপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম নারিকেল গাছ প্রতীক নিয়ে ৭ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম হবি পেয়েছেন ৭ হাজার ২৬৬ ভোট।

আরও পড়ুন: ময়মনসিংহে পৌর নির্বাচনে স্বতন্ত্র ২, নৌকা ১

ভয়েস টিভি/এসএফ

You may also like