Home বিশ্ব প্রাণীদের গোঁফ কি কোনো কাজে লাগে?

প্রাণীদের গোঁফ কি কোনো কাজে লাগে?

by Shohag Ferdaus

বিড়াল, কুকুর, ইঁদুরের মতো অনেক প্রাণীরই হুইস্কার বা গোঁফ থাকে। এই হুইস্কারগুলো প্রাণীদের পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সহায়তা করে। সেনসর হিসেবে ব্যবহৃত সংবেদনশীল এসব গোঁফ ক্ষুদ্রাতিক্ষুদ্র কম্পনও বুঝতে পারে।

অন্ধকারে কিংবা বিপদ ঘনিয়ে আসতে থাকলে অবজেক্ট এবং বায়ু স্রোত বুঝতে প্রাণীরা হুইস্কারের ব্যবহার ঘটায়।

আবার ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণী ভিন্ন উদ্দেশ্যে গোঁফ ফুলিয়ে থাকে! যেমন- সীল এবং শ্রু-রা শিকার ধরতে তাদের গোঁফ ব্যবহার করে থাকে। ইঁদুর অত্যন্ত দ্রুততার সাথে গোঁফ নাড়াতে পারে এবং আশেপাশের পরিবেশকে স্ক্যান করে মাথায় একটি চিত্র (মেন্টাল ম্যাপ) দাঁড় করিয়ে নেয়। বিড়ালদের ক্ষেত্রে এর ব্যবহার আরও মজার। ছোট পরিসরের কোনো স্থানে আটতে পারবে কিনা তা নির্ণয়ে অনেক সময় গোঁফের ব্যবহার করে বিড়ালেরা।

সামাজিক ক্রিয়াকর্ম বোঝাতেও হুইস্কারের প্রয়োগ হয়। যেমন- ভয় প্রকাশের সময় কুকুরদের গোঁফ ফুঁসে ওঠে।

ভয়েস টিভি/এসএফ

You may also like