Home খেলার খবর শ্রীলঙ্কা সফরে প্রাথমিক স্কোয়াডে ২৭ টাইগার

শ্রীলঙ্কা সফরে প্রাথমিক স্কোয়াডে ২৭ টাইগার

by Newsroom
প্রাথমিক স্কোয়াডে

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। এরইমধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাদ পড়ার গুঞ্জন থাকলেও প্রাথমিক দলে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। চলতি বছরের কেন্দ্রীয় চুক্তিতেও রিয়াদকে রাখা হয় ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের দলে। তবে শেষপর্যন্ত আবারো টেস্ট দলে জায়গা করে নিয়েছেন তিনি।

সফরে তিনটি টেস্ট খেলবেন টাইগাররা। এ সিরিজকে সামনে রেখে প্রাথমিকভাবে যে ২৭ সদস্যের তালিকা করা হলেও মূল স্কোয়াডে থাকবেন মোট ২০ জন ক্রিকেটার।

সব ঠিক থাকলে টেস্ট সিরিজ খেলতে ২৭ সেপ্টেম্বর রোববার শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়তে পারে বাংলাদেশ ক্রিকেট দল। আর ২৪ অক্টোবর ‍সিরিজের প্রথম টেস্ট শুরু হতে পারে।

শ্রীলঙ্কা সফরের প্রাথমিক স্কোয়াডে যে ২৭ জন রয়েছেন তারা হলেন- মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, নাজমুল শান্ত, মোসাদ্দেক সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, সাইফউদ্দিন, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, হাসান মাহমুদ।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এসব নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

তিনি বলেন, ২৭ সদস্যের দলে রয়েছে ৯ জন পেসার তবে ২০ সদস্যের মূল দলে রাখা হবে ৬জনকে। শ্রীলঙ্কায় সফর করার পর সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করা হবে। বাকি ৩ জনকে আবার ঢাকায় ফেরত পাঠানো হবে।

ভয়েস টিভি/টিআর

You may also like