Home সারাদেশ আগুনে পুড়ল দুই দোকান, ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আগুনে পুড়ল দুই দোকান, ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি

by Newsroom
প্রায় ১১ লাখ

নেত্রকোনায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি ওয়ার্কশপসহ দুইটি দোকান পুড়ে গেছে। আগুনে প্রায় ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে প্রশাসন।

১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে জেলার পূর্বধলা উপজেলার জামতলা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা দেরিতে ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করে।

এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পূর্বধলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ইউএনও উম্মে কুলসুম, পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান।

বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন পূর্বধলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এতে দুই দোকানঘর ও মালামালসহ প্রায় ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই-বাছাই করে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের জন্য বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানিয়েছেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম।

ভয়েস টিভি/টিআর

You may also like