Home সারাদেশ দলীয় প্রার্থীর কর্মীদের মারধরের অভিযোগে আটক ৩

দলীয় প্রার্থীর কর্মীদের মারধরের অভিযোগে আটক ৩

by Newsroom
প্রার্থীর

বরগুনা পৌরসভা নির্বাচনে পোস্টার ছেড়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীর সমর্থকদের উপর হামলার অভিযোগে বিদ্রোহী প্রার্থীর তিন কর্মীকে আটক করেছে পুলিশ। ১৩ বুধবার রাত ১২টার দিকে বরগুনার পৌরসভার স্টেডিয়াম সংলগ্ন আশ্রয়ণে এ হামলার ঘটনা ঘটে।

এতে দলীয় প্রার্থীর  তিন কর্মী আহত হয়। আহতরা হলেন, মো. জাহাঙ্গীর, আসলাম এবং হুমায়ুন। তাদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার ঘটনায় বিদ্রোহী প্রার্থীর তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন, বাপ্পি (২৭), রাসেল (৩৫), ইশতি (২০)। তাদের থানা পুলিশের হেফাজতে আছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।ৎ

নৌকা প্রতীকের প্রধান এজেন্ট অ্যাড. মো. শাহজাহান বলেন, বরগুনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাত হোসেনের কর্মীরা ডিবি পুলিশের পরিচয় দিয়ে নৌকা প্রতীকের কর্মীদের বাড়িঘর ভাঙচুর এবং মারধর করে। এতে আমাদের তিনি কর্মী ও সমর্থক আহত হন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাত হোসেন বলেন, মিথ্যা অভিযোগ দিয়ে আমার তিন কর্মী ও সমর্থককে আটক করা হয়েছে। আমার কর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ দেয়া হয়েছে তা সত্য নয়।

এ বিষয়ে বরগুনা সদর থানার অভিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়েই এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like