Home সারাদেশ উপনির্বাচনে প্রার্থীর ওপর হামলা, আহত ৮

উপনির্বাচনে প্রার্থীর ওপর হামলা, আহত ৮

by Shohag Ferdaus
হামলা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গড্ডিমারী ইউনিযন পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে বিরোধী প্রার্থীর বিরুদ্ধে।

১৬ অক্টোবর শুক্রবার বিকেলে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী আকতার হোসেন।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী আকতার হোসেন বলেন, শুক্রবার নিজ বাড়ির অদূরে গড্ডিমারী মেডিকেল মোড়ে গণসংযোগ করার সময় নৌকার প্রার্থী শ্যামলের লোকজন অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। আমাকে বাঁচাতে আমার স্ত্রী ও ভাই এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালায় তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সামনে আমাদের ওপর ইট-পাথর ছুড়ে মারে। এতে আমি, আমার স্ত্রী ও ভাইসহ ৮ কর্মী আহত হয়েছে।

আকতার হোসেন বলেন, আহতদের হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রচারণায় বাঁধা দিয়ে যারা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে ভোট কেন্দ্রে তাদের তাণ্ডব দমাবে কিভাবে? সুষ্ঠ ও নিরপেক্ষ পরিবেশে ভোট গ্রহণ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।

ভয়েস টিভি/এসএফ

You may also like