Home খেলার খবর প্রিমিয়ার লিগে সবার ওপরে ওঠার সুযোগ হাতছাড়া লিভারপুলের

প্রিমিয়ার লিগে সবার ওপরে ওঠার সুযোগ হাতছাড়া লিভারপুলের

by Imtiaz Ahmed

প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় সবার ওপরে ওঠার সুযোগটা হাতছাড়া করল লিভারপুল।

শিরোপাদৌড়ে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীদের সবাই এই সপ্তাহে পয়েন্ট হারিয়েছে।

গতকাল রাতে ম্যানচেস্টার ডার্বিতে গোলশূন্য ড্র-তে সন্তুষ্ট থেকেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি সব টুর্নামেন্ট মিলিয়ে ১৭ ম্যাচ পর হেরে গেছে এভারটনের কাছে ১-০ গোলে। আজ দিনের আগের এক ম্যাচ জোসে মরিনিওর টটেনহামও পয়েন্ট হারিয়েছে ক্রিস্টাল প্যালেসের মাঠে, ড্র করেছে ১-১ গোলে।

লিভারপুলের জন্য সুযোগটা তাই বড় হয়েই দেখা দিয়েছিল। পুঁচকে ফুলহামের মাঠে জিতলেই টটেনহামের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে লিগ টেবিলে শীর্ষে চলে যেত ইয়ুর্গেন ক্লপের দল। কিন্ত ফুলহামের মাঠ থেকে যে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে ফিরেছে লিভারপুল, তাতেই হাঁফ ছেড়ে বাঁচবেন দলটার সমর্থকেরা।

লিগে ১১ ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়া ফুলহাম আজ অনেক দিন বাদে নিজেদের সমর্থকদের পেয়েছে মাঠে। লন্ডন, লিভারপুলসহ ইংল্যান্ডের বেশ কয়েকটি অঞ্চলে মাঠে খুব অল্প সংখ্যায় দর্শক ঢোকার অনুমতি দেওয়া হয়েছে।

আপাতত দুই হাজার দর্শক করোনা–সংক্রান্ত অনেক স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে ঢুকতে পারছেন মাঠে।

ভয়েস টিভি / আইএ

You may also like