Home সারাদেশ ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেফতার

ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেফতার

by Newsroom
পরিমাণ

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে বিয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ৪ অক্টোবর রোববার বিকেল ৪টার দিকে ভুক্তভোগীর ভাবি বাদী হয়ে চাটখিল থানায় মামলা দায়ের করলে তাকে গ্রেফতার করা হয়।

আটক আব্দুর রহমান প্রান্ত (১৮) বানসা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তার সঙ্গে ওই কিশোরীর গত তিন মাস ধরে প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, ৩ অক্টোবর শনিবার দিবাগত রাত ২টার দিকে প্রান্ত ওই কিশোরীর কক্ষে ঢোকে। স্থানীয়রা বুঝতে পেরে জানালার পাশে গিয়ে প্রান্তকে ডাক দেয়। এসময় ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

মামলার বাদী জানান, গত ৬ বছর আগে তার শ্বাশুড়ি মারা যান। তার শ্বশুর, স্বামী ও দেবররা বিদেশে থাকায় ননদকে নিয়ে বাড়িতে একা থাকেন। শনিবার তিনি দুই সন্তানকে নিয়ে তার নিজের কক্ষে ঘুমিয়ে ছিলেন। অন্য একটি কক্ষে তার ননদ একা থাকতেন। রাত দুইটার দিকে প্রতিবেশী আব্দুর রহমান প্রান্ত তার ননদের কক্ষে ঢোকে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে প্রান্তকে আটক করে। গত তিন মাস ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রান্ত তার ননদকে একাধিকবার ধর্ষণ করে।

চাটখিল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদে জানা গেছে তাদের দুই জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সূত্র ধরে কিশোরীকে ধর্ষণ করেছে আব্দুর রহমান প্রান্ত। এ ঘটনায় ধর্ষিতার ভাবি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় প্রান্তকে গেফতার দেখিয়ে ৫ অক্টোবর সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ভয়েস টিভি/এমএইচ

You may also like