Home বিশ্ব প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ তালেবানের হাতে

প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ তালেবানের হাতে

by Shohag Ferdaus
প্রেসিডেন্ট

আফগানিস্তানের প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে। কাবুলে থাকা তালেবানের শীর্ষ দুই কমান্ডার রয়টার্সকে বলেন, প্রেসিডেন্ট আশরাফ গানি দেশ ছাড়ার পর তারা প্যালেসের নিয়ন্ত্রণ নেয়। তবে আফগান সরকারের পক্ষ থেকে এ দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি দেশ ছেড়ে তাজিকিস্তানে যাচ্ছেন। ইতোমধ্যে রাজধানী কাবুল ছেড়েছেন তিনি। ১৫ আগস্ট রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।

এ বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে আফগান প্রেসিডেন্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে বলা হয়, নিরাপত্তার খাতিরে তারা প্রেসিডেন্ট কী করছেন বা কোথায় আছেন, সে বিষয়ে কিছু বলতে চান না।

আশরাফ গানিকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বলে উল্লেখ করেছেন দেশটির শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত শীর্ষ কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ। একই সঙ্গে বর্তমান পরিস্থিতির জন্য তিনি গানিকে দায়ী করেন।

তিনি আরও বলেন, ‘আল্লাহ’র কাছে তাকে জবাব দিতে হবে। জনগণও এর জবাব দেবে।’

সরকারের সঙ্গে গত কয়েক মাসের শান্তি আলোচনায় গানির পদত্যাগ ছিল তালেবানের অন্যতম দাবি।

You may also like