Home বিনোদন প্রোডাকশন হাউজকে আর্থিক প্রণোদনা দেয়ার আহ্বান মৌসুমীর

প্রোডাকশন হাউজকে আর্থিক প্রণোদনা দেয়ার আহ্বান মৌসুমীর

by Newsroom

ভয়েস রিপোর্ট: করোনা সংকটের কারণে প্রোডাকশন হাউজকে আর্থিক প্রণোদনা দেয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন চিত্রনায়িকা মৌসুমী।

তার মতে, যেসব প্রডাকশন হাউজ সক্রিয় ছিল। সবসময় ছবি নির্মাণের চেষ্টা করেছে তাদের প্রণোদনা দেয়া উচিত। বছরে প্রতি মাসে কমপক্ষে দুটি ছবিতে সরকারের প্রণোদনা দেয়া উচিত।

মৌসুমী বলেন, চলমান করোনা ভাইরাসে সবকিছুই স্থবির হয়ে পড়েছে। শুরু থেকে সিনেমা নিয়ে তেমন কেউ ভাবেনি।কিন্তু সিনেমা বা বিনোদন যে প্রয়োজন সেটা মানুষ উপলব্ধি করছে। তাই সবকিছু স্বাভাবিক হলে আবার সিনেমা নিয়ে ভাবতে হবে। সুস্থ ধারার বিনোদন কতটা দরকার তা ভুলে গেলে চলবে না। এছাড়া দীর্ঘদিন প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় দর্শকের সিনেমা হল বিমুখের আশংকা প্রকাশ করেন মৌসুমী।

তিনি বলেন, হলে একটা সিটের সঙ্গে আরেকটা লাগানো। সঠিক দূরত্ব বজায়ে হল ব্যবস্থাপনায় আহ্বান জানান তিনি। এছাড়া,চলচ্চিত্র শিল্পের ডিজিটাল প্ল্যাটফর্মকে আরো শক্তিশালী করার ওপর জোর দেন নায়িকা মৌসুমী।

You may also like