Home সারাদেশ প্লাজমা দিতে ঢাকার পথে মুন্সিগঞ্জের ৪০ পুলিশ সদস্য

প্লাজমা দিতে ঢাকার পথে মুন্সিগঞ্জের ৪০ পুলিশ সদস্য

by Newsroom
৩৪ পুলিশ ইন্সপেক্টরকে

মুন্সিগঞ্জ: প্লাজমা দিতে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগে যাচ্ছেন মুন্সিগঞ্জের ৪০ জন করোনাবিজয়ী পুলিশ সদস্য। ১৮ আগস্ট মঙ্গলবার সকালে একটি বাসে করে জেলা পুলিশ লাইন্স থেকে রওনা করে তারা।

পুলিশ লাইন্স থেকে জানা গেছে, জেলার ১শ৫৬ জন পুলিশ সদস্য এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন একজন এবং সুস্থ হয়েছেন ১৪৮ জন সদস্য। করোনাবিজয়ী মধ্যে ৪০ সদস্যকে প্লাজমা ডোনেট করতে আজ ঢাকায় পাঠানো হচ্ছে।

জানা গেছে, প্লাজমা ডোনেট করতে ১৯ আগস্ট বুধবার আরও ৫০ থেকে ৬০ জন পুলিশ সদস্যকে ঢাকায় পাঠানো হবে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুর রায়হান জানান, সঠিক চিকিৎসা ও পরিচর্যার ফলে দ্রুত সুস্থ হয়ে ওঠা করোনাবিজয়ী ৪০ জন পুলিশ সদস্য প্লাজমা ডোনেট করতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগের উদ্দেশে রওনা হয়েছে।

সারাদেশে করোনা আক্তান্ত গুরুতর রোগীরা যেন দ্রুত ও সহজে প্লাজমা পায় তার জন্য মুন্সিগঞ্জ জেলা পুলিশের এই উদ্যোগ বলে জানান তিনি।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/টিআর

You may also like