Home সারাদেশ মহাত্মা গান্ধীর জন্মদিনে রাজশাহীতে প্লাজমা ডোনেশন ক্যাম্প

মহাত্মা গান্ধীর জন্মদিনে রাজশাহীতে প্লাজমা ডোনেশন ক্যাম্প

by Shohag Ferdaus
রাজশাহীতে

মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মহাত্মা গান্ধীর জীবনী আলোচনা ও ব্লাড অ্যান্ড প্লাজমা ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

২ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজশাহীর ভদ্রা আবাসিক এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়ে এসব কর্মসূচি পালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধক ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সঙ্গীতজ্ঞ পণ্ডিত অমরেশ রায় চৌধুরী। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা।

অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর জীবনী, আদর্শ ও দর্শন নিয়ে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র। স্বাগত বক্তব্য দেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি।

ব্লাড অ্যান্ড প্লাজমা ডোনেশন ক্যাম্প করতে সহযোগিতা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী।

ভয়েস টিভি/এসএফ

You may also like