Home সারাদেশ প্লাজমা দিতে ঢাকার পথে বগুড়ার ৪০ পুলিশ সদস্য

প্লাজমা দিতে ঢাকার পথে বগুড়ার ৪০ পুলিশ সদস্য

by Newsroom
৩৪ পুলিশ ইন্সপেক্টরকে

করোনা রোগীদের চিকিৎসার জন্য প্লাজমা দিতে বগুড়া থেকে ঢাকার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালের উদ্দেশে প্রথম ধাপে রওনা হয়েছেন জেলার ৪০ জন করোনাজয়ী পুলিশ সদস্য।

১৬ আগস্ট রোববার সকাল ১২টার দিকে জেলা পুলিশের বাসযোগে তারা যাত্রা শুরু করেন।

জেলায় মোট ১৪৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। এদের মধ্যে সুস্থ হয়েছেন এ পর্যন্ত ১৪২ জন। এই ১৪২ জনের মধ্যে প্লাজমা দেওয়ার জন্য মনোনীত হয়েছেন ৫৯ জন।

এদের মধ্যে, প্রথম ধাপে যে ৪০ জন পুলিশ সদস্য প্লাজমা দিবেন তাদের মধ্যে ইন্সপেক্টর একজন, এসআই ১২ জন, এএসআই ৮ জন এবং কনস্টেবল ১৯ জন রয়েছেন। ১৭ আগস্ট সোমবার বাকি ১৯ জন করোনাজয়ী পুলিশ সদস্য ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতাল থেকে একটি মেডিক্যাল টিম বগুড়ায় এসেছিল। তারা জেলার করোনা আক্রান্ত ১১৭ জন পুলিশ সদস্যদের শরীরে অ্যান্টিবডি পরীক্ষা করেন। এর মধ্যে ৫৯ জন পুলিশ সদস্যের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে তারা জানায়। পরে তাদের প্লাজমা দেওয়ার জন্য নির্বাচিত করা হয়।

বগুড়া পুলিশ লাইন্স থেকে যাত্রাকালে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা সবাইকে শুভেচ্ছা জানান।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/টিআর

You may also like