Home সারাদেশ ৫ দফা দাবিতে ফরিদপুর চিনিকলে ফটক সভা ও বিক্ষোভ

৫ দফা দাবিতে ফরিদপুর চিনিকলে ফটক সভা ও বিক্ষোভ

by Amir Shohel
ফটক সভা

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে কর্মরত শ্রমিক-কর্মচারীদের ৫ মাসের বকেয়া বেতন সহ ৫ দফা দাবি বাস্তবায়নে ফটক সভা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শ্রমিক-কর্মচারীরা।

২১ নভেম্বর শনিবার বেলা ১১টায় চিনিকলের প্রধান ফটকে চিনিকল শ্রমজীবী ইউনিয়ন এবং আখচাষী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে সভা ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো. হারুন-অর রশিদের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু, শ্রমিক নেতা মনিরুল ইসলাম, সুভাষ রায়, আব্দুল বারিক, আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আখচাষী নেতা আকরাম হোসেন মিয়া, জহুরুল হক, ওহিদুজ্জামান বাবলু মিয়া, আব্দুল হাই বাঁশি, উসমান গনি, শ্রমিক নেতা মনিরুজ্জামান মিন্টু, মোক্তার হোসেন, উজ্জল শেখ, শাহিন মিয়া প্রমুখ।

তাদের দাবিগুলো হচ্ছে চিনিকলে কর্মরত শ্রমিক কর্মচারীদের ৫ মাসের বকেয়া বেতন পরিশোধ, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের গ্র্যাচুইটি এবং আখচাষীদের আখের মূল্য পরিশোধ, চিনিশিল্প বন্ধের প্রক্রিয়া বাতিলকরণ, আসন্ন (২০২০-২০২১) আখ মাড়াই মৌসুমের পূর্বে মালামাল সরবরাহ করা, আখ উৎপাদনের স্বার্থে সার, বীজ ও কীটনাশকসহ জরুরী উপকরণ সরবরাহ।

সভায় ৫ দফা দাবি মেনে নিয়ে চিনিকলগুলো সচল রাখার আহবান জানান বক্তারা। অন্যথায় ধারাবাহিক আন্দোলনের কর্মসূচী দেওয়া হবে বলে ঘোষণা দেয়া হয়। ফটক সভা শেষে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুন- ৬ দফা দাবি মানুষ বাঁচার অধিকার হিসেবে লুফে নিয়েছিলেন: প্রধানমন্ত্রী

ভয়েস টিভি/ডিএইচ

You may also like