Home সারাদেশ ফরিদগঞ্জে তেলবাহী লরি চাপায় তিনজন নিহত

ফরিদগঞ্জে তেলবাহী লরি চাপায় তিনজন নিহত

by Newsroom
ফরিদগঞ্জে তেলবাহী

চাঁদপুরের ফরিদগঞ্জে তেলবাহী লরির চাপায় সিএনজি চালিত অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। ১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে চাঁদপুর-লক্ষীপুর অঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রায়পুর উপজেলার অটোরিকশা চালক জাহাঙ্গীর হোসেন (৪০), ফরিদগঞ্জ উপজেলার চরবড়ালী গ্রামের আব্দুস ছোবহান স্বপনের স্ত্রী ইয়াসমিন আক্তার রুমা (৩৮) এবং শোল্লা গ্রামের বাসিন্দা মামুন হোসেন (৩৫)।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে মেঘনা অয়েলের একটি তেলবাহী লরি রায়পুর থেকে ফরিদগঞ্জের দিকে আসার সময় ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি চাকা ফেটে যায়। এতে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়।

এসময় দুটি যানই পাশ্ববর্তী খালে পড়ে যায়। পরে সিএনজির চালকসহ তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক জাহাঙ্গীর ও যাত্রী রুমা বেগমকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহতাবস্থায় সিএনজির অপর যাত্রী মামুনকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শহীদ হোসেন জানিয়েছেন, দুর্ঘটনার পর থেকে লরির চালক পলাতক রয়েছেন। অটোরিকশাটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা দায়ের করেননি বলে জানান তিনি।

আরও পড়ুন : ফরিদপুরে ভ্রূণ নষ্ট করার অভিযোগে মামলা

ভয়েস টিভি/এমএইচ

You may also like