Home সারাদেশ ফরিদপুর জেলা ছাত্রলীগের বিতর্কিত কমিটি বাতিলের দাবি

ফরিদপুর জেলা ছাত্রলীগের বিতর্কিত কমিটি বাতিলের দাবি

by Newsroom
ফরিদপুর

গত ১৯ জানুয়ারি ঘোষিত ফরিদপুর জেলা ছাত্রলীগের ২৫ সদস্য বিশিষ্ট আংশিক অনুমোদিত কমিটিতে সভাপতি করা হয়েছে এক বিবাহিতকে। কমিটির দুই সহ-সভাপতিসহ তিনজন রয়েছেন ফরিদপুরের বহুল আলোচিত জেলা আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলার মামলায় অভিযুক্ত আসামী। স্থান পেয়েছে যুবদলের নেতাও।

এরই প্রতিবাদ ও বিতর্কিত এ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। ২৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে জেলা ছাত্রলীগের ব্যানারে এই কর্মসূচি পালন করে তারা।

এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, সদ্য অনুমোদিত জেলা ছাত্রলীগের আংশিক কমিটিতে ছাত্রদলের এজেন্ট, যুবদল কর্মী, বিবাহিত, সন্ত্রাসী ও জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে হামলার মামলার আসামি রয়েছে। এই কমিটিকে কোনভাবেই আমরা মেনে নেবো না।

ছাত্রলীগের গঠণতন্ত্রকে পাশ কাটিয়ে কিভাবে এই কমিটি অনুমোদন করা হলো। অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে পরিচ্ছন্ন কমিটি দেয়ার দাবি জানান তারা।

এতে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি মিথুন কর্মকার, নূর হোসেন মারুফ, ছাত্রলীগ নেতা রাবেয়া আক্তার বৃষ্টি, রাজেন্দ্র কলেজের জিএস ইমতিয়াজ হাসান, সাবেক ছাত্রনেতা প্লাবন হাসান প্রমুখ।

ভয়েস টিভি/এমএইচ

You may also like