Home শিক্ষাঙ্গন এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল প্রকাশ ১৩ মার্চ

এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল প্রকাশ ১৩ মার্চ

by Roman Kabir

২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হবে ১৩ মার্চ রোববার। বেলা ১১টার পর যেকোনো সময় এই ফল প্রকাশ করা হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল প্রকাশের সামগ্রিক প্রস্তুতি শেষ করেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। রোববার বেলা ১১টার পর যেকোনো সময় এই ফল প্রকাশ হবে। যাদের ফল পরিবর্তন হয়েছে তাদের মোবাইলে এসএমএস চলে যাবে।

উল্লেখ্য , গত ১৩ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।

প্রকাশিত ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয় ১৪ ফেব্রুয়ারি থেকে। ২০ ফেব্রুয়ারি এ আবেদনের সময়সীমা শেষ হয়।

ভয়েসটিভি/আরকে

You may also like