Home ভিডিও সংবাদ বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি

বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি

by Amir Shohel
ফসলের ব্যাপক ক্ষতি

মানিকগঞ্জ : বিপদ সীমার উপর দিয়ে বইছে পদ্মা ও যমুনার পানি। নদীর পানি বাড়ায় নতুন করে প্লাবিত হয়েছে মানিকগঞ্জের হরিরামপুর, শিবালয়, ঘিওর, দৌলতপুর ও সাটুরিয়া উপজেলা। ফলে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ। তলিয়ে গেছে কয়েকশ’ হেক্টর জমির ফসল ও সবজি।

মানিকগঞ্জের পাঁচ উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় প্রায় ২৩১ বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হওয়ায় ক্ষতি হয়েছে ৯ হাজার ১৯৬ হেক্টর জমির ফসল। আউশ ধান ছাড়াও আমন বীজতলা, পাট, ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে। সেইসাথে নষ্ট হয়ে গেছে বেশ কিছু সবজির ক্ষেত। লোকসানের আশঙ্কায় হতাশায় দিন কাটছে কৃষকদের। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তার দাবি কৃষকদের।

মানিকগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহজাহান আলী বিশ্বাস আশ্বাস দিয়ে বলেন, ক্ষতিগ্রস্থ কৃষকদের কাছে সময়মতো সহায়তা পৌঁছে দেয়া হবে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্থ কৃষকদের একটি তালিকা তৈরি করে প্রতিবেদন পাঠানো হয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

ভয়েসটিভি/মানিকগঞ্জ প্রতিনিধি/এএস

You may also like