4
কিশোরগঞ্জে এক কৃষি খামারে ভাষা শহীদদের প্রতি গভীর আবেগ আর ভালোবাসা ফসলের বুননে পরম মমতায় ফুটিয়ে তুলেছেন শহীদ মিনারের প্রতিকৃতি।
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার জাফরাবাদ মোড়ে কৃষি ক্লাব খামারে শহীদ মিনারের এ প্রতিকৃতি গড়েছেন মো. রুমান আলী শাহ।
আজ থেকে সকলের জন্য এটি উন্মুক্ত করা হয়েছে। রুমান আলী এর নাম দিয়েছেন ‘কৃষকের চোখে একুশে ফেব্রুয়ারি’।
আধুনিক কৃষক রুমান আলী বলেন, সকল শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এই খামারে আপনারা বিনোদনের জন্য সুন্দর সময় কাটাতে পারেন। এখন থেকে নিয়মিত সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
ভয়েস টিভি/এসএফ