5
কুষ্টিয়ায় গৃহবধুকে হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ২৬ আগস্ট বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আদালতে আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হলো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেহালা গ্রামের মো. কলম মোল্লা। ২০১২ সালের ২৫ ডিসেম্বর দৌলতপুর উপজেলার শেহালা গ্রামের ৩ সন্তানের জননী গৃহবধূ পারুল খাতুনকে পূর্ব বিরোধের জের ধরে আসামী কলম মোল্লা ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই নিহত হয় গৃহবধু পারুল খাতুন। এ ঘটনায় নিহতের পিতা হাবিল শেখ বাদী হয়ে দৌলতপুর থানায় কলম মোল্লা ও তার স্ত্রী লিপি খাতুনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।
ভয়েস টিভি/ডিএইচ