Home সারাদেশ ২০ বছর জেল খেটে মুক্ত হলেন ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জাহিদ

২০ বছর জেল খেটে মুক্ত হলেন ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জাহিদ

by Newsroom
ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জাহিদ

মুক্ত হলেন ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জাহিদ শেখ। স্ত্রী-কন্যা হত্যার মিথ্যা মামলায় দীর্ঘ ২০ বছর তাকে কারাগারে কাটাতে হয়। অবশেষে ৩১ আগস্ট সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনা কারাগার বের হন তিনি। এর ঘন্টাখানেক আগে বাগেরহাট থেকে জাহিদের খালাসের আদেশ খুলনা কারাগারে আসে।

খুলনার রূপসা উপজেলার জাহিদ শেখ। স্ত্রী-কন্যা হত্যা মামলায় দীর্ঘ ২০ বছর পার করেছেন কনডেম সেলে। ১৯৯৭ সালের এই জোড়া খুনের ঘটনায় শশুরের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ২০০০ সালে ফাঁসির তার আদেশ হয়।

২০০৪ সালে এ আদেশের বিরুদ্ধে আপিল করলেও হাইকোর্ট মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদের পক্ষে আবারো আপিল করলে মামলায় গুরুত্বপূর্ণ অসংগতি ধরা পড়ে। পরে ২৫ আগস্ট তাকে খালাশের আদেশ দেয় আপিল বিভাগ। আরো পড়ুন- কুষ্টিয়ায় গৃহবধূ হত্যার দায়ে ফাঁসির আদেশ

জাহিদের মুক্তি পাওয়ায় খুশি স্বজনরাও। সেইসাথে, তার জীবন থেকে দীর্ঘ ২০ বছর হারিয়ে যাওয়ার হতাশার কথাও জানান।

এদিকে ন্যায় বিচার পাওয়ায় দেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাহিদ শেখ। সেইসাথে সরকারের কাছে সহযোগিতাও প্রত্যাশা করেন।

পরিবার পরিজনসহ সবার সহযোগিতায় জাহিদ শেখ  আবারো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে এমনটাই প্রত্যাশা খুলনাবাসীর।

ভয়েসটিভি/ডিএইচ

You may also like