Home বিশ্ব ফাইজারের টিকার প্রভাবে নরওয়েতে ২৩ মৃত্যু

ফাইজারের টিকার প্রভাবে নরওয়েতে ২৩ মৃত্যু

by Newsroom
করোনা

করোনার প্রতিষেধক হিসেবে মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের ভ্যাকসিন নেয়ার পর নরওয়েতে বয়স্ক ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ভ্যাকসিন নেয়ার পর আরও কয়েকজন অসুস্থ হয়েছেন।

মৃতদের মধ্যে ১৩ জনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের শরীরে টিকা নেওয়ার পরপরই পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে। দেশটির কর্তৃপক্ষকে উদ্ধৃত করে ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, টিকা নেয়ার পর এর পার্শ্বপ্রতিক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে। ফাইজারের ওই ভ্যাকসিন এবং মৃত্যুর মধ্যে সরাসরি কি যোগ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ফাইজার-বায়োএনটেকের টিকা নেয়া ওই ২৩ জনই নরওয়ের বিভিন্ন নাসিংহোমের বাসিন্দা। এদের মধ্যে ১৩ জনের বয়স ৮০ বছরের বেশি।

টিকা নেয়ার পর তাদের জ্বর-ডায়েরিয়াসহ আরও বেশকিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। নরওয়ের মেডিসিন এজেন্সি শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ধারণা করা হচ্ছে ফাইজার-বায়োনটেকের এই টিকা বয়স্ক মানুষের জন্য মারাত্মক রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এই মৃত্যু ঘিরে উদ্বেগ বাড়ায় ফাইজার সাময়িকভাবে ইউরোপে তাদের ভ্যাকসিন পাঠানোর হার কমিয়ে দিয়েছে বলে জানা গেছে।

এজেন্সির মেডিক্যাল ডিরেক্টর স্ট্রেইনার ম্যাডসেন সাংবাদিকদের বলেছেন, এই ঘটনার পর এখন ডাক্তারদের বিবেচনায় নিতে হবে যে, কাকে টিকা দেয়া হবে আর কাকে দেয়া হবে না।

নরওয়ের ইনস্টিটিউট ফর পাবলিক হেলথ বলছে, এই টিকা গ্রহণের পর ২৩ জনের মৃত্যুর ঘটনার মধ্যদিয়ে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ফাইজার-বায়োনটেকের ভ্যাকসিনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়াও মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like