Home খেলার খবর স্বাস্থ্যবিধি না মানায় ফাইনালে নিষিদ্ধ হতে পারেন নেইমার

স্বাস্থ্যবিধি না মানায় ফাইনালে নিষিদ্ধ হতে পারেন নেইমার

by Shohag Ferdaus

প্যারিস সেইন্ট জার্মেইন বা পিএসজি ক্লাব প্রতিষ্ঠার ৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পা রাখলো ক্লাবটি। সেমিফাইনালে পর্তুগালের লিসবনে লাইপজিগকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। নিজে গোল না পেলেও এ তিন গোলের মধ্যে দু’টিতেই অবদান রয়েছে ব্রাজিলিয়ান তরকা নেইমারের। তবে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করায় কাঙ্ক্ষিত ফাইনালে নিষিদ্ধ হতে পারেন নেইমার।

দুর্দান্ত এ জয় শেষে নেইমার-এমবাপ্পেদের আনন্দটা বাঁধনহারা হওয়াই ছিল স্বাভাবিক। আর আনন্দ উদযাপন করতে গিয়েই বধেছে বিপত্তি। করোনাভাইরাস প্রোটোকল ভেঙে বসেছেন নেইমার। ম্যাচ শেষের পর লাইপজিগের জার্মান ডিফেন্ডার মার্সেল হালস্টেনবার্গের সঙ্গে জার্সি বদলেছেন নেইমার।

করোনাভাইরাস সংক্রমণের কারণে উয়েফার নতুন নিয়মে বলা আছে, ম্যাচের পর জার্সি বদল করলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে এক ম্যাচ নিষিদ্ধ করা হবে। সঙ্গে সেলফ আইসোলেশনে থাকতে হবে ১২ দিন।

যদি এই নিয়ম মানা হয় তাহলে ফাইনাল ম্যাচে নিষিদ্ধ থাকবেন নেইমার। নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে পিএসজির। ফাইনালে বায়ার্ন মিউনিখ বা অলিম্পিক লিওঁর বিপক্ষে মাঠে নামবে পিএসজি।

ভয়েস টিভি/স্পোর্টস ডেস্ক/এসএফ

You may also like