Home বিনোদন শাপলা মিডিয়ার ১০০ চলচ্চিত্রে উচ্ছ্বসিত ফারিন খান

শাপলা মিডিয়ার ১০০ চলচ্চিত্রে উচ্ছ্বসিত ফারিন খান

by Newsroom
ফারিন খান

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ২০১৭ সালে মুক্তি পায় ‘ধ্যাৎতেরিকি’ সিনেমা। এই সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় তানিয়া ফারিন মিশুর। তবে শোবিজে ফারিন খান নামেই তিনি পরিচিত।

সম্প্রতি শাপলা মিডিয়ার শত চলচ্চিত্রের মহরতে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। চলচ্চিত্রের নিয়ে নানা বিষয়ে ভয়েস টিভির সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি বলেন, আমি ২০১৬ সাল থেকে জাজ মাল্টিমিডিয়ার ‘ধ্যাৎতেরিকি’ চলচ্চিত্রের মাধ্যমে কাজ শুরু করি। আমার কো-আর্টিস্ট হিসেবে ছিল রোশান। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। এটা একটি ব্যবসা সফল সিনেমা।

ফারিন খান

একটি সিনেমা করেই গুটিয়ে নিয়েছিলেন ফারিন খান । প্রায় তিন বছরের বিরতির পর আবারও ফিরেছেন সিনেমায়। হাতে রয়েছে বেশ কয়েকটি নতুন সিনেমা। বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।

তিনি বলেন, লেখাপড়াসহ কিছু ব্যক্তিগত কারণে মাঝে একটু বিরতি ছিল। পড়াশোনার ঝামেলা আপাতত শেষ। এর ফাঁকে অবশ্য নিজের অভিনয়ের উন্নতির জন্যে কিছু কাজ করেছি। বর্তমানে দুই-তিনটা প্রোজেক্টে কাজ করছি।

ফারিন খান

আরও পড়ুন : ‘ভালো মানুষ’ হওয়া সম্ভব?

বর্তমানে কয়টি সিনেমায় কাজ করছেন জানতে চাইলে তিনি বলেন, আপেল আকবরের গল্প, চিত্রনাট্য ও সংলাপে সি ভি জামানের পরিচালনায় এসকে গ্লোবলের ‘প্লানার’ সিনেমার কাজ চলছে। ইতোমধ্যে প্রায় ৭৫ শতাংশ শেষ হয়েছে। গত এক মাস আগে শাপলা মিডিয়ার সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছি। পরিচালক অপূর্ব রানা ভাইয়ের একটা রোমান্টিক মুভিতে হিরোইন হিসেবে থাকবো। এ বিষয়ে পরে বিস্তারিত আপনাদের জানিয়ে দেয়া হবে।

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান অবস্থা তেমন ভালো নেই। করোনার কারণে সিনেমা পাড়া অনেকটাই ঝিমিয়ে পড়েছে। গত ১৬ ফেব্রুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ১০০ সিনেমা নির্মাণের ঘোষণা দেয়। এ ঘোষণায় চলচ্চিত্র পাড়ায় বেশ আমেজ সৃষ্টি হয়েছে। উচ্ছ্বসিত অভিনেত্রী তানিয়া ফারিন খানও।

ফারিন খান

তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতেই একটা প্যানডেমিক সিচুয়েশন চলছে। সেই জায়গা থেকে চিন্তা করতে গেলে এখন শাপলা মিডিয়া চলচ্চিত্রের জন্যে অনেক বড় অবদান রাখছে। কারণ এই সময় আমাদের অনেক বেশি কাজ দরকার। সবাই বাসায় থেকে বোরিং হয়ে যাচ্ছে। খুব দ্রুতই হয়তো চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই মুভ করা শুরু করবে। দর্শকরাও সিনেমা হলে যাওয়া শুরু করবে।

তিনি আরও বলেন, আমাদের আসলে প্রচুর কাজ দরকার ছিলো। সেদিক থেকে চিন্তা করতে গেলে বা দেশের কথা বলতে গেলে শাপলা মিডিয়া বড় একটা উদ্যোগ নিয়েছে। আমি এটার জন্যে খুবই প্রাউড ফিল করছি। কারণ আমাদের দেশে এতো বড় বড় প্রোডাকশন হাউজ হচ্ছে বা কাজ শুরু করছে, বিষয়টা আসলে খুবই ভালো লাগার।

ফারিন খান

শাপলা মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা জানি ফারিন বলেন, প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সঙ্গে আমার প্রথম কাজ। সুতারাং অবশ্যই অনেক অনেক শুভ কামনা তাদের জন্যে। আমাদেরকে এতো ভালো ভালো সুযোগ দেয়ার জন্যে আমরা অনেক খুশি। ভালো ভালো কাজ হলে হয়তো আরও অনেকের সঙ্গে কাজের সুযোগ হবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like