Home বিশ্ব সেঞ্চুরিতে এসে করোনা জয়

সেঞ্চুরিতে এসে করোনা জয়

by Newsroom
সেঞ্চুরিতে এসে করোনা জয়

আন্তর্জাতিক : সেঞ্চুরিটা এবার করেই ফেলবেন রুবেন হুভা। না, ক্রিকেট মাঠে ব্যাট হাতে নেমে সেঞ্চুরি করেননি তিনি, এটি তার বয়সের সেঞ্চুরি। বর্তমানে তার বয়স গুনে গুনে ৯৯ বছর পার করেছেন হুভা। স্মৃতিশক্তি লোপ পাওয়ায় এখন আর সবকিছু ঠিকঠাক মনে করতে পারেন না কিছুই। হুইলচেয়ার ছাড়া বলতে গেলে অচল। শেষ বয়সে ঠাঁই হয়েছে রিটায়ারমেন্ট হোম তথা অবসরযাপন কেন্দ্রে। তো সেই মানুষটাকে যখন করোনাভাইরাসের মতো দুষ্ট রোগের আক্রমণের শিকার হলো, আত্মীয়-স্বজনসহ সবাই ধরেই নিয়েছিলেন তিনি আর বাঁচবেন না।

এদিকে হুভা ভেবেছিলেন, একটু ঠান্ডা লেগেছে তার। প্রথমে খানিক খুসখুসে কাশি। তারপর জ্বর জ্বর ভাব। খানাপিনায় অরুচি।। কিন্তু পরীক্ষা করানোর পরই এল বিরাট দুঃসংবাদ। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। করোনার জেরে হঠাৎ করে নিজের ঘরে রীতিমতো বন্দী হয়ে পড়লেন বয়স্ক মানুষটা। বাইরে যাওয়া একদম বারণ। হুভা ঠিক বুঝে উঠতে পারছিলেন না কিছুই। আচমকা কেন এই দুর্ভোগ তার কপালে।

তিন কুলে বুড়ো মানুষটার খুব আপন বলতে মেয়ে লিন্ডা। এই লিন্ডাই একমাত্র করোনার ভয় ভুলে পিপিই পরে দেখতে আসতেন বাবাকে। আর বাকিরা তত দিনে মোটামুটি হুভাকে ‘শেষ দেখা’ দেখে গেছে বন্ধ জানালার ওপাশ থেকে।

অবসরপ্রাপ্ত চিকিৎসক লিন্ডা তার বাবা সম্পর্কে বলেন, ‘১১ মার্চ বাবার অসুখটা ধরা পড়লো। আমরা মোটামুটি তৈরি হয়ে গিয়েছিলাম। ধরেই নিয়েছিলাম বাবাকে আর ফিরে পাবো না।’

কিন্তু হুভা যে অন্য ধাতুতে গড়া, সেটা তো আর করোনাভাইরাস জানে না। করোনার সঙ্গে জোরদার লড়াই শেষে শেষমেশ হুভা ফিরেছেন বিজয়ীর বেশে। ২৫ মার্চ চিকিৎসকেরা জানান, এখন পুরোপুরি করোনামুক্ত হুভা।

রোগমুক্তির পর বলেছেন কানাডার পশ্চিম ব্রিটিশ কলাম্বিয়ার এই বাসিন্দা বলেছিলেন ‘আমি আবার আগের মতো ফুরফুরে মেজাজে ফেরত গিয়েছি।’

যেহেতু করোনা থেকে ৯৯ বছর বয়সে সেরে উঠলেন সেহেতু এবার নিশ্চিত সেঞ্চুরির পথে রুবেন হুভা। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই শততম জন্মদিন উদ্‌যাপন করবেন তিনি। (সূত্র: সিবিসি নিউজ)সম্পাদনা : দেলোয়ার

You may also like