Home বিনোদন এবার করোনায় আক্রান্ত অভিনেতা ও সাংসদ ফারুক

এবার করোনায় আক্রান্ত অভিনেতা ও সাংসদ ফারুক

by Shohag Ferdaus
ফারুক

ঢাকাই সিনেমার বিখ্যাত অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক করোনায় আক্রান্ত হয়েছেন। ১৬ নভেম্বর সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে।

১৭ নভেম্বর মঙ্গলবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান।

তিনি জানান, কয়েক দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন ফারুক। ৬ নভেম্বর কভিড-১৯ টেস্ট করা হয়, রেজাল্ট নেগেটিভ আসে। এর মধ্যে ৯ নভেম্বর সংসদ অধিবেশনে যোগ দেন। পরদিন আবার জ্বর আসে। শরীরের ইলেকট্রোলাইট অনিয়ন্ত্রিত মনে হচ্ছিল। হালকা কাশিও ছিল। দুই দিন আগে আবার কভিড-১৯ টেস্ট করা হয়। তখন ফলাফল পজিটিভ আসে।

এর পর চিকিৎসকের পরামর্শে ফারুককে হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে দেড় মাস সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকায় ফেরেন ফারুক। গত ১৩ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন তিনি। দীর্ঘদিন জ্বরে ভুগছিলেন এ নায়ক। পরে সিঙ্গাপুরের হাসপাতালে পরীক্ষার পর জানা যায়, তিনি যক্ষ্মায় আক্রান্ত।

আরও পড়ুন: প্রায় ৩শ বছরের পুরোনো বজরা শাহী মসজিদ

ভয়েস টিভি/এসএফ

You may also like