Home খেলার খবর ফিলিপসের রেকর্ড দিয়ে নিউজিল্যান্ডের জয়

ফিলিপসের রেকর্ড দিয়ে নিউজিল্যান্ডের জয়

by Newsroom
ফিলিপসের

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করতে নেমে গ্লেন ফিলিপসের ঝড়ো সেঞ্চুরিতে ৩ উইকেটে ২৩৮ রানের বিশাল সংগ্রহ গড়ে স্বাগতিক নিউজিল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬৬ রান তোলে ক্যারিবিয়রা। এতে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিলো কিউইরা।

২৯ নভেম্বর রোববার মাউন্ট মাউনগানুইয়ে ব্যাট করতে নেমে  ৫১  বলে ১০৮ রান করেন ফিলিপস। কিউইদের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির মালিক এখন তিনি। মাত্র ৪৬ বলে ডানহাতি ব্যাটসম্যান সেঞ্চুরি তুলে নেন।

সোমবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

ভয়েস টিভি/টিআর

You may also like