Home খেলার খবর ফিল্ডিং কোচের সঙ্গে সম্পর্ক শেষ করল বিসিবি

ফিল্ডিং কোচের সঙ্গে সম্পর্ক শেষ করল বিসিবি

by Imtiaz Ahmed

বাংলাদেশের ফিল্ডিংয়ের বেহাল দশা গত দুই বছর ধরেই । তবে অনেক সমালোচনার মধ্যেও নিজ পদে বহাল ছিলেন ফিল্ডিং কোচ রায়ান কুক।

অবশেষে এই দক্ষিণ আফ্রিকান কোচের সঙ্গে সম্পর্ক শেষ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার বিকেলে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই খবর দিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।

তিনি জানান, কোচিং স্টাফের বাকিরা ফিরে কাজে যোগ দিলেও কুক ফিরছেন না। তার চুক্তির মেয়াদ আর কিছুদিন বাকি থাকলেও তাকে আগেভাগেই বাদ দেওয়া হয়েছে। পাকিস্তান সিরিজে তাই স্থানীয় কোন কোচ দিয়ে কাজ চালিয়ে নেওয়া হবে, ‘কুককে আমরা পাচ্ছি না।

ওর জায়গায় নতুন স্থানীয় একজনকে নিচ্ছি। কাকে নিচ্ছি এটা ১৬ তারিখ চূড়ান্ত করবো। ওর মেয়াদ শেষ পর্যায়ে আছে। ও এখন আসছে না। ওর চুক্তি নবায়ন করছি না। এজন্য ওকে এই সিরিজে পাচ্ছি না।’

২০১৮ সাল থেকে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করে আসছেন কুক। ২০১৯ সালে বিশ্বকাপে দলের ফিল্ডিং খারাপ হলেও তার সঙ্গে আরও দুই বছরের চুক্তি নবায়ন করে বিসিবি। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই এই কোচের সঙ্গে সম্পর্ক শেষ হলো বাংলাদেশের।

You may also like