Home বিনোদন ফিল্ম ক্লাব নির্বাচনের প্যানেল পরিচিতি

ফিল্ম ক্লাব নির্বাচনের প্যানেল পরিচিতি

by Amir Shohel

‌‘‌দূর থেকে নয় বহু দূরে থাকব মোরা হৃদয় জুড়ে’ এ স্লোগান সামনে রেখে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড নির্বাচন-২০২১ এর প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ ফেব্রুয়ারি শুক্রবার রাজধানীর মগবাজার কনভেনশন সেন্টারে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন- কাজী হায়াৎ, সেলিম খান, আলিমুল্লাহ খোকন, জায়েদ খান, এমডি ইকবাল, মো. আরিফুর রহমান, শুভ্রদেব প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে ফিল্ম ক্লাবের ভোটার ও সদস্যরাসহ চলচ্চিত্র জগতের আরও অনেকেই উপস্থিত ছিলেন।

নির্বাচন প্যানেলে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা প্রত্যেকেই ঐতিহ্যবাহী ফিল্ম ক্লাব এর অস্তিত্ব রক্ষা ও উন্নয়ন সাধনের অঙ্গীকার করেন।

সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

ভয়েসটিভি/এএস

You may also like