কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমিজমা সংক্রান্ত কলহের জেরে এক শিক্ষক ও সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে রক্তাক্ত জখমের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৪ জানুয়ারি রোববার বিকালে ফুলবাড়ী থানার এসআই ইয়াছিন আলী ও আশিকুর রহমানের নেতৃত্বে এক নম্বর আসামি মোখলেছুর রহমান ক্লে-কে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
জানা যায়, ২৩ জানুয়ারি শনিবার সকালে ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ফুলবাড়ী প্রতিনিধি আমিনুল ইসলাম (৫৫) -এর উপর সন্ত্রাসী হামলার করে পানিমাছকুটি গ্রামের মৃত শামছুল হকের ছেলে মোখলেছুর রহমান ক্লে, মিজানুর রহমান, মানিক মিয়া ও তাদের লোকজন। রাতেই তাদের নামে থানায় মামলা দায়ের হলে রোববার বিকালে একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ এক নম্বর আসামিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, অন্যান্য আসামিদেরকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মোখলেছুর রহমান ক্লের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিবাদ চলে আসছিলো ওই সাংবাদিকের। ১৫ জানুয়ারি শুক্রবার থানায় অভিযোগ দিলে ক্ষুব্ধ হয়ে ওঠে প্রতিপক্ষ। এরই জের ধরে শনিবার সকালে মোখলেছুর ও তার লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওৎ পেতে থাকে। আমিনুল ইসলাম স্কুলে যাওয়ার সময় পানিমাছকুটি গ্রামের আবুল মিস্ত্রির বাড়ির সামনে আকষ্মিকভাবে পথ আটকিয়ে তার উপর হামলা চালায়। এতে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
ভয়েসটিভি/এএস