Home রাজনীতি ফুলেল শুভেচ্ছায় সিক্ত মোঃ সেলিম খান

ফুলেল শুভেচ্ছায় সিক্ত মোঃ সেলিম খান

by Amir Shohel

চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা থেকে এলাকায় গিয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন মো. সেলিম খান। ঢাকা থেকে এলাকায় পৌঁছানোর খবরে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ ফুল ছিটিয়ে ও পুস্পমাল্য দিয়ে তাকে বরণ করে নেন। নেতাকর্মীদের ছিটানো ফুলে পিচঢালা সড়ক হলুদ পুস্প গালিচায় রূপ নেয়। এসময় পুরো এলাকাজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়।

৩০ জানুয়ারি শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড তাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ার পর রোববার তিনি এলাকায় পৌঁছালে উৎসব শুরু হয়। এলাকায় তার আগমনের খবরে দলীয় নেতাকর্মী ছাড়াও অসংখ্য নারী-পুরুষ ও শিশু রাস্তার দুধারে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান।

এলাকায় গিয়ে তিনি প্রথমে তার পিতার কবর জিয়ারত করেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে কুশল বিনিময় করেন। তাকে দলীয় মনোনয়ন দেয়ায় তিনি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মো. সেলিম খান বলেন, দল থেকে আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থনের কারণে আমি এককভাবে দলীয় মনোনয়ন পেয়েছি। আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা নৌকার বিজয় নিশ্চিত করতে আজকে থেকেই কাজ শুরু করবেন।

তিনি আরও বলেন, বিগত দিনে আমি যেভাবে এলাকার উন্নয়ন করেছি পুনরায় নির্বাচিত হলে উন্নয়নের ধারা অব্যাহত রাখব।

এদিকে মো. সেলিম খান দলীয় মনোনয়ন পাওয়ায় ইউনিয়ন জুড়ে সাধারণ জনগণের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

মো. সেলিম খান ওই ইউনিয়নের বর্তমান সফল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

এর আগে ২০১৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পান বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম খান। শেষ মুহূর্তে সীমানা জটিলতায় উচ্চ আদালতের আদেশে নির্বাচন স্থগিত হয়ে যায়।

২০১১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে অংশ নিয়ে বিএনপির দাপুটে নেতা ও একাধিকবারের চেয়ারম্যানকে বিপুল ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া ২০০৩ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। প্রহসনের সেই নির্বাচনে তিনি জয়ী হলেও তৎকালীন টিএনও অফিসে ফলাফল শিট পাল্টে ভোটে পরাজিত দেখানো হয়।

ভয়েসটিভি/এএস/এসএফ

You may also like