Home সারাদেশ ময়মনসিংহে ফেনসিডিলসহ দুজন গ্রেফতার

ময়মনসিংহে ফেনসিডিলসহ দুজন গ্রেফতার

by Newsroom
ফেনসিডিলসহ

ময়মনসিংহের ত্রিশালে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ মাদক কারবারি চক্রের দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

১২ ডিসেম্বর শনিবার দুপুরে জেলা ডিবি কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার সন্ধ্যার দিকে ময়মনসিংহ বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মো. মমতাজ আলীর ছেলে সাফিউল আলম (৩৩) ও ফুলবাড়ী উপজেলার মৃত-শহিদুল ইসলামের ছেলে মোঃ হাফিজুর রহমান রিপন (২৬)।

বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, তারা দিনাজপুর থেকে ফেনসিডিল নিয়ে বাসে করে ময়মনসিংহের উদ্দেশ্যে এসে ত্রিশাল বাসস্ট্যান্ডে নামে। সেখান থেকে ময়মনসিংহ যাওয়ার জন্যে তারা সুবিধামতো গাড়ির অপেক্ষা করছিল।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির এসআই আলাউদ্দিন বাদল অভিযান চালিয়ে তাদের দুজনকে ফেনসিডিলসহ গ্রেফতার করে।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, এরা দীর্ঘদিন যাবত মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলো।
তাদের বিরুদ্ধে ত্রিশাল থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে। শনিবার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোর্পদ করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : অস্ত্র, গুলি, ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

ভয়েস টিভি/এমএইচ

You may also like