Home সারাদেশ পাথরবাহী ট্রাকে ফেনসিডিল পাচারকালে ভারতীয় আটক

পাথরবাহী ট্রাকে ফেনসিডিল পাচারকালে ভারতীয় আটক

by Shohag Ferdaus
ভারতীয়

পাথর বোঝাই ট্রাকে ভারত থেকে বাংলাদেশে ফেনসিডিল পাচারকালে ভারতীয় এক ট্রাক চালককে আটক করেছে বিজিবি। ৮ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরে বাংলাদেশ অভ্যন্তরে তাকে আটক করা হয়।

আটক ভারতীয় ট্রাকচালক হলেন, জোহরুল মণ্ডল (২৪)। তিনি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলা সদরের ইটিন্ডা আথাপুর পূর্ব গ্রামের আব্দুস সামাদের ছেলে।

সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, ভোমরা বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে ভারত থেকে বাংলাদেশে আসা একটি পাথরবাহী ট্রাক চালকের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতর থেকে ৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি বলেন, ভারতীয় ট্রাকচালক জহোরুল মণ্ডলসহ আটক ট্রাক ও পাথর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন: হঠাৎ পেঁয়াজ দেয়া বন্ধ করে দিলো ভারত

ভয়েস টিভি/এসএফ

You may also like