Home খেলার খবর ফেনীতে  নৈশপ্রহরীকে খুন, গোলাগুলিতে প্রাণ গেল দুই ডাকাতের

ফেনীতে  নৈশপ্রহরীকে খুন, গোলাগুলিতে প্রাণ গেল দুই ডাকাতের

by Newsroom
ফেনী প্রতিনিধি : ফেনীর দাগনভূঞায় ডাকাতিতে বাধা দেয়ায় নৈশপ্রহরী আবদুল মান্নান (৪৫) ওরফে মনুকে খুন করা হয়েছে। এ ঘটনার পর গোলাগুলি ও গণপিটুনিতে নিহত হয়েছে তিন ডাকাত।

বৃহস্পতিবার ভোরে উপজেলার বেকেরবাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা ফেনী-মাইজদী মহাসড়কসংলগ্ন বাজারের শরিয়ত অ্যান্ড ব্রাদার্সের তালা ভেঙে ট্রাকে মালামাল তুলছিল। নৈশপ্রহরী মনু ঘটনাটি দেখে চিৎকার করে বাধা দেয়। এ সময় ডাকাতরা নৈশপ্রহরী মনুকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

বাজারে ডাকাতির ঘটনায় লোকজন মসজিদের মাইকেও ঘোষণা দেয়। টহলরত পুলিশ বিষয়টি থানাকে অবহিত করলে অতিরিক্ত পুলিশ ও আশপাশের লোকজন আসতে দেখে ডাকাতরা পালিয়ে যায়। টের পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় চারজনকে আটক করে।

দাগনভূঞা থানার ওসি আসলাম সিকদার জানান, পুলিশ ঘটনাস্থলের পাশে নৈশপ্রহরী মান্নানের মৃতদেহ দেখতে পায়। অন্যদিকে তাৎক্ষণিক আশপাশে অভিযান চালিয়ে অন্তত চারজনকে আটক করে।

এ সময় আটকদের ছিনিয়ে নিতে সহযোগীরা পুলিশের সঙ্গে কয়েক রাউন্ড গুলিবিনিময় করে। এতে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে দু’জন ঘটনাস্থলে মারা যান। এছাড়া জনতার গণপিটুনিতে গুরুতর আহত হয় একজন।

তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে আরও একজন মারা যায়। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে।

তবে ধারণা করা হচ্ছে, নৈশপ্রহরীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

You may also like