Home সারাদেশ ফেনীতে পিকআপচাপায় ৪ অটোরিকশাযাত্রী নিহত

ফেনীতে পিকআপচাপায় ৪ অটোরিকশাযাত্রী নিহত

by Amir Shohel

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পিকআপভ্যানচাপায় চার অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন।

১৯ মে বুধবার বেলা ১১টার দিকে উপজেলার শুভপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শুভপুর বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির বাগান মালি নুরুল ইসলাম, জোরারগঞ্জ থানা এলাকার আরিফ, জয়পুরের বিবি হাজেরা এবং অজ্ঞাত এক বৃদ্ধ।

বিষয়টি নিয়ে ছাগনাইয়ায় থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানান, ছাগলনাইয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে শুভপুরের বারাইয়াপুল পৌঁছলে পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন এবং ফেনী হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যান।

নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

You may also like