Home সারাদেশ ফেনীতে মাদক মামলায় পুলিশ কর্মকর্তাসহ ১৪ আসামির বিচার শুরু

ফেনীতে মাদক মামলায় পুলিশ কর্মকর্তাসহ ১৪ আসামির বিচার শুরু

by Newsroom
মুদি দোকানি

ফেনীতে মাদক মামলায় পুলিশ কর্মকর্তা এএসআই মাহফুজুর রহমানসহ ১৪ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। ৩ নভেম্বর মঙ্গলবার সিনিয়র জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা আলোচিত এ মামলায় অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্যে আগামী ১০ ডিসেম্বর দিন ধার্য করেন। পাবলিক প্রসিকিউটর হাফেজ আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৫ সালের ২০ জুন শহরতলীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোলে র‌্যাবের একটি দল ছয় লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ সাত লাখ টাকা উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের এসআই মাহফুজুর রহমান ও গাড়িচালক জাবেদ আলীকে গ্রেফতার করা হয়। র‌্যাবের পক্ষ থেকে নায়েক সুবেদার মনিরুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন।

২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত সন্তুষ্ট না হয়ে পুনরায় তদন্তের জন্যে অপর একজনকে দায়িত্ব দেন। ২০১৬ সালের ২২ মে দ্বিতীয় তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র জমা দিলে আদালত তাতেও সন্তুষ্ট হয়নি। একপর্যায়ে সিআইডিকে তদন্তের দায়িত্বভার দেয়া হলে ১৪ জনকে অভিযুক্ত করে ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর অভিযোগপত্র জমা দেয়।

এই মামলায় এএসআই মাহফুজুর রহমান ও গাড়ী চালক জাবেদ আলী ছাড়াও অভিযুক্ত অপর আসামীগণ হলেন, অ্যাড. জাকির হোসেন, মো: আশিকুর রহমান, গিয়াস উদ্দিন, সালেহ আহম্মদ, আবদুল মোতালেব, কাশেম আলী, শাহীন, মো. শাহিন মিয়া, মো. তোফাজ্জল হোসেন, মো. বিল্লাল হোসেন, ফরিদুল আলম, মো. জাফর, মো. রুবেল সরকার।

আসামি পক্ষে মামলা পরিচালনা করছেন, অ্যাড. সাহাব উদ্দিন আহমদ, আনোয়ারুল করিম ফারুক, কামরুল হাসান, শামসুদ্দিন মানিক, মীর মোশাররফ হোসেন মানিক ও তাজুল ইসলাম বিপুল।

রাষ্ট্রপক্ষের কৌসুলী হাফেজ আহম্মদ জানান, ১৪ আসামীর পাঁচজন গ্রেফতার, চারজন উচ্চ আদালত থেকে জামিনে ও পাঁচজন পলাতক রয়েছেন। অভিযোগ গঠনের সময় আসামীপক্ষের আইনজীবীরা সাত আসামীকে অব্যাহতির আবেদন জানালে আদালত না মঞ্জুর করেন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like