4
ভোট ডাকাতি, সারাদেশে অব্যাহত নারী, শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে ফেনী সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যেগে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। ২০ অক্টোবর মঙ্গলবার বিকেলে শহরের ট্রাংক রোডে এ বিক্ষোভ সমাবেশ করে তারা।
পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্ল্যাহ মানিক, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু তপন কর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাইফুর রহমান রতন, নুর হোসেন সেলিম, আবুল খায়ের লিংকন।
ভয়েস টিভি/এসএফ