Home সারাদেশ ফেনীর দাগনভূঞা থানার ওসি প্রত্যাহার

ফেনীর দাগনভূঞা থানার ওসি প্রত্যাহার

by Newsroom

ফেনীর দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ আসলাম সিকদারকে প্রত্যাহার করা হয়েছে। ২১ অক্টোবর বুধবার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে রেঞ্জের পুলিশ কন্ট্রোল রুমে স্থানান্তর করা হয়।

থানা সুত্রে জানা গেছে, চট্টগ্রামের সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ও দাগনভূঞা আই কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালের ডাইরেক্টর রফিকুল ইসলামের ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ ঘটনায় তার অপর এক ভাই পুলিশ কর্মকর্তা নুরুল আলমের কেয়ারটেকার লাইজু বেগম বাদী হয়ে ২০ সেপ্টেম্বর থানায় মিথ্যা মামলা দায়ের করে।

আরও পড়ুন: ফেনীতে নৈশপ্রহরীকে খুন; গোলাগুলিতে নিহত দুই ডাকাত

এতে ব্যবসায়ী রফিকুল ইসলাম, তার প্রবাসী ভাই নাসির উদ্দিন ও আনোয়ার হোসেনকে আসামি করে। পরে ব্যবসায়ী রফিকুল ইসলাম মিথ্যা মামলায় হয়রানির করায় অফিসার ইনচার্জ আসলাম সিকদারের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বরাবর ১১ অক্টোবর অভিযোগ দায়ের করেন।

চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার হাসান বারী নূরের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। বুধবার ওই অভিযোগের ভিত্তিতে ওসিকে প্রত্যাহার করা হয়। ২২ অক্টোবর বৃহস্পতিবার সকালে নতুন ওসি হিসাবে ইমতিয়াজ আহম্মেদ থানার দায়িত্ব গ্রহণ করেন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like