আগামীকাল ৩০ জানুয়ারি শনিবার তৃতীয় ধাপে ফেনী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ২৯ জানুয়ারি শুক্রবার দুপুর থেকে শহরের মিজান ময়দানস্থ মাঠ থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সকল নির্বাচনি সরঞ্জাম।
এ পৌরসভায় মোট ২৫টি পদের মধ্যে ইতোমধ্যে ১৫ জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে রয়েছেন। ফলে নির্বাচন অনুষ্ঠিত হবে মেয়র সহ ১০ পদে।এখানে মেয়র পদে ৫ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন।এছাড়া ৮টি সাধারণ ওয়ার্ড সহ ১ টি সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।সর্বমোট ৪৫ টি কেন্দ্রের ২৪১টি কক্ষে ৯১ হাজার ৬৬২ জন ভোটার তাদের মুল্যবান ভোট প্রয়োগ করবেন।
ভোটগ্রহণ চলবে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে।তাই ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কমিশন। প্রতিটি কেন্দ্রে মোতায়েন থাকবে আনসার,পুলিশ,বিজিবি সহ র্যাব সদস্যরা। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকাসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।
নির্বাচনি আইন অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোটের প্রচার শেষ হয়েছে।
এ পৌরসভায় মেয়র পদে নৌকা সমর্থিত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতিকে আলার হোসেন আলাল সহ মেয়র প্রার্থী মোট ৫ জন প্রতিদ্বন্ধিতা করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন জানান, নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার পাশাপাশি চলছে মনিটরিং।যেকোন অপ্রিতিকর পরিস্থিতি মোকাবেলার তারা প্রস্তুত রয়েছেন।
ভয়েসটিভি/এএস