Home বিনোদন ফের সংসদ নির্বাচনের ঘোষণা হিরো আলমের

ফের সংসদ নির্বাচনের ঘোষণা হিরো আলমের

by Shohag Ferdaus

যা কিছু যেখানে ভাইরাল হয় সবকিছুর সঙ্গেই নিজেকে জড়িয়ে রাখতে পছন্দ করেন বগুড়ার যুবক আশরাফুল আলম ওরফে হিরো আলম। আবারও জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু এবং নন্দীগ্রাম উপজেলা) থেকে অংশ নেবেন তিনি। ২০২২ সালের শুরুর দিন সামাজিকমাধ্যমে এক স্ট্যাটাস দিয়ে এ খবর জানান হিরো আলম। সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার একটি পোস্টারও শেয়ার করেন তিনি।

নতুন বছরের শুভাচ্ছে জানিয়ে পোস্টে হিরো আলম লেখেন, নতুন বছরে সবাইকে শুভেচ্ছা। আগামী সংসদ নির্বাচনে আমি হিরো আলম আবারও আসতেছি। আপনাদের ভালোবাসা ও দোয়া চাই।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে নির্বাচন করেন হিরো আলম। ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীক পেয়েছিলেন তিনি। তার আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ১২ হাজার ৮১।

ওই নির্বাচনের আগে হিরো আলম বলেছিলেন, সুষ্ঠু ভোট হলে তার জয় কেউ ঠেকাতে পারবে না। কিন্তু নির্বাচনের পর হিরো আলমের সিংহ মার্কা মাত্র ৬৩৮ ভোট পেয়েছিল।

আরও পড়ুন: টাইটানিক সিনেমার অজানা কথা ও বাদ পড়া চুমুর দৃশ্য

ভয়েস টিভি/এসএফ

You may also like