Home প্রযুক্তি ফেসবুক কর্তৃপক্ষকে আইন মানতে হবে: মোস্তাফা জব্বার

ফেসবুক কর্তৃপক্ষকে আইন মানতে হবে: মোস্তাফা জব্বার

by Newsroom
ফেসবুক কর্তৃপক্ষকে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষকে বাংলাদেশের আইন ও বিধি-বিধান মেনে চলার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

৭ সেপ্টেম্বর সোমবার সিঙ্গাপুরে অবস্থিত ফেসবুকের আঞ্চলিক সদর দপ্তরের সঙ্গে ডিজিটাল বৈঠকে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশ ও দেশের বাহির থেকে কেউ যাতে রাষ্ট্রীয়, সামাজিক এবং ব্যক্তিগত নিরাপত্তা ও সম্মানহানিকর মিথ্যা ও গুজব বা সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, রাষ্ট্রদ্রোহিতা, পর্নোগ্রাফি ও সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধবিরোধী উপাত্ত প্রচার করতে না পারে, এটা নিশ্চিত করার দায়িত্বও ফেসবুক কর্তৃপক্ষের।

মোস্তাফা জব্বার ফেসবুক কর্তৃপক্ষকে জানান, বাংলাদেশে আইন আছে, সেই আইন মোতাবেক ফেসবুককে কনটেন্ট এবং অন্য বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনসহ বাংলাদেশের সংশ্লিষ্ট সব আইন ও বিধিবিধান মেনে চলা ফেসবুকের দায়িত্ব।

সেই সঙ্গে ফেসবুক কর্তৃক রিসেলার নিয়োগ, জাতীয় রাজস্ব বোর্ডকে কর প্রদানে প্রতিনিধি নিয়োগ এবং বাংলা ভাষার সঠিক অনুবাদ ও প্রয়োগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেয়ার আহ্বান জানান মন্ত্রী।

ফেসবুক কর্তৃপক্ষ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখবে বলে মন্ত্রীকে আশ্বাস দেয় এবং ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮, কর ও ভ্যাটবিষয়ক আইন মেনে চলার আশ্বাসও প্রদান করে।

এছাড়া বৈঠকে জানানো হয়, ফেসবুক বিটিআরসি ও সংশ্লিষ্টদের সঙ্গে প্রতি মাসে অন্তত একটি করে বৈঠকের মাধ্যমে বাংলাদেশে তাদের স্বচ্ছ কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে। মন্ত্রী এই পদক্ষেপ গ্রহণকে একটি ফলপ্রসূ উদ্যোগ বলে ফেসবুককে ধন্যবাদ জানান।

ভয়েস টিভি/টিআর

You may also like