Home জাতীয় ঘন কুয়াশায় ঢাকা-চট্টগ্রাম রুটের ফ্লাইট বন্ধ

ঘন কুয়াশায় ঢাকা-চট্টগ্রাম রুটের ফ্লাইট বন্ধ

by Shohag Ferdaus
ফ্লাইট

ঘন কুয়াশায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার সবগুলো অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।

২২ জানুয়ারি শুক্রবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

ঘন কুয়াশার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অবতরণ করতে না পারায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিন ১৫০ যাত্রী নিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বোয়িং ৭০৭) মালয়েশিয়া থেকে এসে ঢাকায় নামতে না পেরে সকাল ৮টায় চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এদিন সকালে ঢাকা-চট্টগ্রাম রুটের তিনটি ফ্লাইটে ভ্রমণ করার কথা রয়েছে ৫ শতাধিক যাত্রীর। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে বিমানবন্দরেই।

ভয়েস টিভি/এসএফ

You may also like