Home জাতীয় টিকা নিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা

টিকা নিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা

by Newsroom
বঙ্গবন্ধু

করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা। ২৪ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ৯টায় এ টিকা গ্রহণ করেন তিনি।

দুপুরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে। ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত সারাদেশে টিকা নিয়েছেন ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জন।

এদিকে ২২ ফেব্রুয়ারি সোমবার রাতে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। পরে পাঁচটি বিশেষ ফ্রিজার ভ্যানে করে টিকাগুলো বিমানবন্দর থেকে টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়্যার হাউসে নিয়ে যাওয়া হয়।

এর আগে ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবেও বাংলাদেশ সরকার পেয়েছে ২০ লাখ ডোজ টিকা। যেটা পাওয়ার পর সরকার গত ২৭ জানুয়ারি থেকে টিকা প্রয়োগ শুরু করে। ২৭ ও ২৮ জানুয়ারি ঢাকায় পরীক্ষামূলক টিকা প্রয়োগ করা হয়। এরপর ৭ ফেব্রুয়ারি টিকাদান শুরু হয় সারাদেশে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like