শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, চলতি বছর সরাসরি উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমান পরীক্ষা হবে না। তবে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। ডিসেম্বরের মধ্যেই এইচএসসির এ ফলাফল প্রকাশ করা হবে হবে বলেও জানান তিনি।
৭ অক্টোবর বুধবার দুপুর ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
দীপু মনি বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তি যাতে শুরু হতে পারে এ জন্যই ডিসেম্বরে ফলাফল দেয়া হবে। জেএসসির কত পারসেন্ট, এসএসসির কত পারসেন্ট সেটা বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত নিয়ে তার ভিত্তিতে মূল্যায়ন করবে। পরিস্থিতির ওপর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি নির্ভর করবে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তায় সার্বিক বিবেচনায় ২০২০ সালের এইচএসসি পরীক্ষা ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন হবে। যেভাবে গ্রহণযোগ্যতা পাবে, তা বিবেচনা করছি। এ পরীক্ষার জন্য ৩০ থেকে ৩২ দিন সময় দরকার হয়। এক বেঞ্চে একজন ছাত্রী সম্ভব নয়। এখন কেন্দ্র দ্বিগুণ করার জনবল নেই।
কোভিড-১৯ পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত ১ এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। করোনার কারণে তা স্থগিত করা হয়।
ভয়েসটিভি/এএস