Home সারাদেশ বজ্রপাতে যুবকের মৃত্যু

বজ্রপাতে যুবকের মৃত্যু

by Amir Shohel

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বাড়ির পাশের একটি পুকুরে বাঁধ দিতে গিয়ে হঠাৎ বজ্রপাতে শফিকুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

১৩ সেপ্টেম্বর রোববার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের কেরনখলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবক শফিকুল কেরনখলা গ্রামের আকবর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শফিকুল রোববার ভোরে বাড়ির পাশে পুকুরে পানি আটকানোর জন্য বাঁধ দিতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে স্থানীয় লোকজন গিয়ে মৃত শফিকুলের মৃতদেহ বাড়িতে নিয়ে আসে।

এসব তথ্য নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভয়েসটিভি/এএস

You may also like