Home বিনোদন বদলে গেল বঙ্গবন্ধুর বায়োপিকের নাম

বদলে গেল বঙ্গবন্ধুর বায়োপিকের নাম

by Amir Shohel

বদলে গেছে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের নাম। ‘বঙ্গবন্ধু’ নামে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়।

তবে ১৭ মার্চ বৃহস্পতিবার জাতির পিতার ১০২তম জন্মদিনে ছবিটি নিয়ে সংবাদ সম্মেলনে দেখা গেল ছবির নামে পরিবর্তন এসেছে।

এর প্রথম পোস্টারে নাম দেখা গেলো ‘মুজিব’। ট্যাগলাইনে আছে ‘একটি জাতির রূপকার’।

আজ এফডিসির প্রজেকশন হলে ছবিটির ফার্স্ট লুক উন্মোচন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ছবির নায়ক আরিফিন শুভ, দীঘি, দিব্য ও এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন।

ভারত থেকে এই আয়োজনে সরাসরি অংশ নেন ছবির পরিচালক শ্যাম বেনেগাল।

ভয়েসটিভি/এএস

You may also like